করোনা নিয়ে ফের তীব্র ভাষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চিনের জনসংযগের কাজ করছে হু, ট্রাম্প , করোনা নিয়ে ফের তীব্র ভাষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ট্রাম্প তীব্র ভাষায় আক্রমণ করে বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের জনসংযোগের কাজ করছে, ওদের লজ্জা হওয়া উচিত। পাশাপাশি হু-এর ভূমিকা যাচাই করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আপাতত মার্কিন যে আর্থিক সাহায্য দেওয়া হত, তা-ও বন্ধ করে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজেদের প্রতি লজ্জিত হওয়া উচিত কারণ তারা চিনের জনসংযোগ সংস্থার মতো কাজ করছে।’ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেয়োর অভিযোগ, করোনা নিয়ে নিজেদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে হু আর বিশ্বকে তারা ভুল পথে চালিত করেছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্‍‌কারে তিনি বলেন, ‘তাদের একটাই দায়িত্ব ছিল, করোনাভাইরাসের ছড়িয়ে পড়া আটকানো। তাদের প্রতিনিধি দল চিনে পরিদর্শনে গিয়েও একে প্রথমে অতিমারী ঘোষণা করল না।’ আর এর ফলে অনেক দেশ সর্তকতা গ্রহণ করতে পারেনি। ফলস্বরুপ মহামারি আকার ধারণ করেছে করোনা। বিশ্বের লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। এসব কিছুই ঘটত না যদি সঠিক সময়ে সকলকে সচেতন করত হু। প্রসঙ্গত হুকে প্রতি বছর ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য দেয় আমেরিকা। কিন্তু বর্তমানে এইসব অভিযোগ এনে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে আমেরিকা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন