ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা এক হাজার থেকে ৯ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল মাত্র দু’সপ্তাহে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭৯৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে গোটা দেশে আক্রান্তের সংখ্যা এখন মোট ৯ হাজার ১৫২। মৃত্যু হয়েছে মোট ৩০৮ জনের। এর মধ্যে কেবল মাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন আরও ৩৫ জন।
দেশে রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে সবচেয়ে উদ্বেগজনক ছবি ধরা পড়েছে মহারাষ্ট্র, দিল্লি এবং তামিলনাড়ুতে। এর মধ্যে মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল আগেই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখন ২ হাজারের সামান্য কম। সংক্রমণের সংখ্যা হাজার ছুঁয়েছে তামিলনাড়ুতেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৫২। অবশ্য নবান্ন জানিয়েছে, এ রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা আক্রান্তের সংখ্যা ৯৫। মৃত্যু হয়েছে ৭ জনের।
গোটা দেশের নিরিখে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই ১ হাজার ৯৮৫ জনের সংক্রমণ ধরা পড়েছে ওই রাজ্যে। দিল্লিতে সংক্রমিত ১ হাজার ১৫৪ জন। তামিলনাড়ুতে করোনা ধরা পড়েছে ১ হাজার ৪৩ জনের। দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়লেও করোনায় বিরুদ্ধে লড়াইয়ে জয়ও পেয়েছেন বহু মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে, ৮৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।
আক্রান্তের সংখ্যার দিক থেকে মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুর পরেই রয়েছে রাজস্থান। সেখানে ৮০৪ জনের করোনা ধরা পড়েছে। মরুরাজ্যের পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে তেলঙ্গানা (৫০৪), উত্তরপ্রদেশ (৪৮৩), অন্ধ্রপ্রদেশ (৪২৭)-এর ছবিও উদ্বেগ তৈরি করেছে।
কেরল (৩৭৬)-এর পরিস্থিতি প্রাথমিকভাবে কিছুটা উদ্বেগজনক হলেও, এখন সেখানে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। এদিকে মণিপুর ও মিজোরামেও করোনা সংক্রমণ ধরা পড়েছে।