করোনা রুখতে নিজের হাসপাতাল দান দ্রোগবার ।

একদিন তাঁর পায়ের ফুটবল ছিল যেন শিল্পীর রঙ-তুলি। একদিন তাঁর অনুরোধেই থেমেছিল দেশের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। সেদিন আইভরি কোস্টকে বিশ্বকাপের মূল পর্যায়ে তুলে টিভির সামনে তিনি ও তাঁর সতীর্থরা হাঁটু গেড়ে বসে দেশবাসীর কাছে আবেদন করেছিলেন, ‘বন্ধ হোক এই লড়াই। আসুন আমরা দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলি।’ তিনি দিদিয়ের দ্রোগবা। তাঁদের সেদিনের সেই ডাক ফেলতে পারেননি দেশের যুযুধান নেতারা। থেমেছিল গৃহযুদ্ধ। কিন্তু আজ আবার লড়াই এসেছে। এ লড়াই জীবনের লড়াই। করোনা দানবকে রুখে দেওয়ার লড়াই। এ যুদ্ধেও আবার সামনে এগিয়ে এলেন আইভরি কোস্টের দেবদূত দ্রোগবা। নিজের হাসপাতালটাই দিয়ে দিলেন শুধুমাত্র করোনা চিকিৎসার জন্য।
আজ প্রায় গোটা বিশ্বকে গ্রাস করেছে করোনাভাইরাস। বাদ যায়নি আফ্রিকাও। সেই মহাদেশেরই ছোট্ট দেশ আইভরি কোস্টও আজ করোনার কোপে। ইতোমধ্যে সেদেশে ৬০০ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে পাঁচজনের। যে কোনও মুহূর্তে ভয়াল হয়ে উঠতে পারে করোনা। সময়ের জ্ঞান যে তাঁর আছে, তা ফুটবল মাঠে বারবার প্রমাণ করেছেন দিদিয়ের। চকিতে বল জড়িয়েছেন জালে। এবারও সময় নষ্ট না করে নিজের হাসপাতাল তুলে দিলেন সরকারের হাতে।
আফ্রিকার জন্য তিনি বারবার লড়াই করেছেন। শক্ত, পেশিবহুল চেহারার আড়ালে দ্রোগবার যে একটা নরম মন রয়েছে, তার নজিরও বারবার সামনে এসেছে। আফ্রিকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্যেই ২০১৬ সালে হাসপাতালটি তৈরি করেন তিনি। সেই বছরই মারা যান জাতীয় দলে দ্রোগবার একসময়ের সতীর্থ লরেন্ট পোকো। তাঁর নামেই তিনি নিজের তৈরি হাসপাতালের নামকরণ করেন।
সামনে বড় লড়াই। রক্তক্ষয়ী গৃহযুদ্ধ থামিয়ে দেওয়া দ্রোগবা এবারও কি পারবেন এক মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জিততে? আশায় বুক বাঁধছে আইভরি কোস্টের খেটে খাওয়া মানুষরা। স্বপ্ন দেখতে শুরু করেছে দারিদ্রের নিগড়ে বাঁধা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন