জীব সেবাই শিব সেবা। স্বামীজীর এই কথা মেনে এবার শিব সেবায় নিয়োজিত হলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এক্তারপুর গ্রামবাসীরা। গোটা দেশজুড়ে চলছে লকডাউন। স্তব্ধ জনজীবন। দোকান পাট থেকে শুরু করে যান চলাচল সব কিছুই একেবারে বন্ধ। এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের পেট চালানো দায় হয়ে পরেছে। এক বেলা কোনমতে অন্ন জুটলেও আরেক বেলা ভাবতে হয় সমাজের এই দিন আনা দিন খাওয়া মানুষদের। বৃহস্পতিবার মহিষাদলের এক্তারপুর গ্রামে প্রায় ২৫০ জন গরীব দুস্থ মানুষের হাতে দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। বর্তমানে গোটা দেশের এমন করুণ পরিস্থিতির মাঝেও গ্রামবাসীদের এই ধরনের উদ্যোগে খুশি সকলে। এদিন গ্রামবাসীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক অমিতাভ দাস অধিকারী, সমাজসেবী স্বরুপ দাস অধিকারী, নাট্যকার প্রনব দাস বায়েন,শিক্ষিকা রুমা দাস অধিকারি সহ অন্যান্যরা। অন্যদিকে নাতির জন্মদিনে এলাকার ৫০০ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ব্যবসায়ী শক্তিপদ মাইতি। করোনা ভাইরাসের কারনে সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে লকডাউন। আর সেই লকডাউনের ফলে গৃহবন্দী হয়ে পড়ায় খেটে খাওয়া মানুষের রুজি রুটিতে টান ধরেছে তাদের কথা ভেবে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মহিষাদলের ব্যবসায়ী শক্তিপদ মাইতি। শক্তিবাবুর নাতি মহিরাজের তৃতীয় জন্মবার্ষিকী। বর্তমান পরিস্থিতির কারনে জন্মবার্ষিকীর অনুষ্ঠান না করে এলাকার ৫০০ অসহায় মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এদিন মনসার থান হাইস্কুল মাঠে এলাকার মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সহযোগীতা করেন কিসমৎনাইকুন্ডি গ্রাম পঞ্চায়েত। এদিন ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী, স্থানিয় পঞ্চায়েত সদস্য প্রলাপ মিশ্র, বাবুলা খান সহ অন্যান্যরা। শক্তিবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলে।