করোনা প্রতিরোধে সাংবাদিকদের দেওয়া হবে বিশেষ পোশাক ।

করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে ডাক্তারদের মত এবার সাংবাদিকদেরও পোশাক দেওয়া হবে। অবশ্য দেশের মধ্যে অসমের গুয়াহাটির সাংবাদিকদের প্রথম এই পোশাক দেওয়া হয়েছে। জানা গেছে, দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ পোশাক দেওয়া শুরু করল অসম। পাশাপাশি থাকছে একটি সুরক্ষা কিট। এই কিটে রয়েছে বিশেষ পোশাক, এন৯৫ মাস্ক, ১০০ এমএল-এর পকেট স্যানিটাইজার, সার্জিকাল হ্যান্ড গ্লাভস এবং অফিসে ব্যবহারের জন্য ১০০০ মিলিলিটারের একটি স্যানিটাইজারের বোতল। শুক্রবার গুয়াহাটি প্রেস ক্লাবে ৫০০ জন সাংবাদিকের হাতে এই সুরক্ষা কিট তুলে দেওয়া হয়। বাকিদের ধাপে ধাপে দেওয়া হবে পোশাক ও কিট। গ্রাউন্ড জিরোয় গিয়ে সাংবাদিকরা কাজ করেন। যথেষ্ট ঝুঁকি নিয়েই তাদের কাজ করতে হয়। কারণ প্রতি পদে সংক্রমণের আশঙ্কা থাকে। আর সেইকারণেই এই উদ্যোগ বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন