কেন্দ্রীয় প্রশাসনে সচিব পদে বড়সড় রদবদল, অবসরের মেয়াদ বৃদ্ধি ।

করোনা মোকাবিলার জন্য কেন্দ্রীয় প্রশাসনে সচিব পদে বড়সড় রদবদল ঘটল। অতীতে এমন নজির নেই। কেন্দ্রীয় প্রশাসনে সচিবদের অবসরের মেয়াদ বৃদ্ধি করা হল তিন মাস। করোনা সঙ্কটে যাতে কেন্দ্রীয় প্রশাসনে সচিবদের অবসরে কোনও সমস্যা না হয়, সেজন্য এই সিদ্ধান্ত। ইতিমধ্যে এবিষয়ে কেন্দ্রীয় সরকারের শিলমোহরও পড়ে গিয়েছে। রবিবার মোট ২৩ জন নতুন সচিবকে নিয়োগ করা হয়েছে। কেন্দ্রের নতুন অর্থনৈতিক বিষয়ক সচিব নিযুক্ত হতে চলেছেন তরুণ বাজাজ। এদিকে, রাজেশ ভার্মা কর্পোরেট বিষয়ক সচিবের দায়িত্ব পেলেন।

বাঁচার আর্তি কাশ্মীরে আটকে থাকা বাঙালি শ্রমিকদের ।

আগামী কিছু দিনের মধ্যে বিভিন্ন দফতরের সচিবরা অবসর নিতে চলেছেন। যে কারণে এই রদবদল বলে সরকারিভাবে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেটের নিয়োগ সংক্রান্ত কমিটি এই নিয়োগের প্রস্তাবে সিলমোহর দিয়েছে।কোভিড সংকট মোকাবিলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বিভিন্ন দফতরের বর্তমান সচিবদের অবসরের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল অবসর নেওয়ার কথা ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বর্তমান সচিব প্রীতি সুদনের। তাঁর মেয়াদ ৩ মাসের জন্য বাড়ানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন