মদ পাচারকারীদের থেকে ৫০ হাজার টাকা ঘুষ চেয়ে বরখাস্ত বেঙ্গালুরুর এক এসিপি ।

মদের দোকান খুলতে পারে এই জল্পনা নস্যাৎ করে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পি এস শ্রীবাস্তব জানিয়েছেন, আপাতত খুলছে না মদের দোকান। শুধুমাত্র পাড়ার দোকানগুলিকে লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি মদের দোকান খুলছে না এদিন তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিক।

কিন্তু এই পরিস্থিতিতেই মদ পাচারকারীদের থেকে ৫০ হাজার টাকা ঘুষ চেয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। অভিযোগ, দুই ব্যক্তি ১০০ টি মদের বোতল পাচার করতে গিয়ে ধরা পড়ে যায় ইলেকট্রনিক সিটির পুলিশের সহকারী কমিশনার বাসুর হাতে। তিনি ওই ব্যক্তিকে ছাড় দেওয়ার বদলে ৫০ লক্ষ টাকা ঘুষ দাবি করেন।

‘রাজ্যপালকে দিল্লি নিয়ে গিয়ে লকডাউনে রাখুন’, অনুরোধ মহুয়া মৈত্রর ।

মদ ডেলিভারি করতে যাওয়া দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, সাসপেন্ড করা হয়েছে এসিপি বাসুকেও। যদিও এসিপি বাসু সমস্ত অভিযোগ তুলেছেন তাঁর সিনিয়র অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ (পূর্ব) এস মুরুগানের বিরুদ্ধে। এসিপি বাসুর অভিযোগ, কয়েকটি বোতল এস মুরুগান নিজেই ডেলিভারি চেয়েছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন