রিলায়েন্সের বিদ্যুৎকেন্দ্রে আচমকা ছাইয়ের স্রোত, নিখোঁজ ৫ গ্রামবাসী ।

মধ্যপ্রদেশের সিংরোলিতে শুক্রবার সন্ধেয় বিষাক্ত ছাইয়ের স্রোত আতঙ্ক ছড়াল। রিলায়েন্স পাওয়ার লিমিটেডের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই ছাইয়ের স্রোত বেরিয়ে আসে বলে জানা গিয়েছে। ছাইয়ের স্রোতে ভেসে গিয়েছে পাঁচ গ্রামবাসী।
এখনও পর্যন্ত এই গ্রামবাসীদর কোনও খবর পাওয়া যায়নি। তাঁদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত এক বছরে সিংরাউলিতে এই নিয়ে এইরকম তিনটি ঘটনা ঘটল। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৬৮০ কিলোমিটার দূরে অবস্থিত সিংরোলিতে ১০টি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। গ্রামবাসীদের তোলা ছবি ও ভিডিয়োয় দেখা গিয়েছে কাদা-ছাইয়ের স্রোতে ঢাকা পড়েছে পাশের কৃষিজমিও।
নিখোঁজ পাঁচ গ্রামবাসী বিদ্যুৎ কেন্দ্রের পাঁচিলের গায়েই থাকতেন। দুর্ঘটনার সময় তাঁরা নিজেদের ঘরেই ছিলেন। সেখান থেকেই কাদা-ছাইয়ের স্রোতে ভেসে যান তাঁরা। এই ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিংরাউলির জেলাশাসক কেভিএস চৌধরী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন