ব্রিটেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই, সেরে উঠছেন বরিস জনসন ।

উদ্বেগ বাড়িয়ে মৃত্যু মিছিল অব্যহত ব্রিটেনে। মারণ ভাইরাসের কবলে শনিবার সে দেশে আরও ৯০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট সংখ্যা বেড়ে হয়েছে ৯,৮৭৫ জন। মৃতের সংখ্যার নিরিখে ব্রিটেনের আগে আছে আমেরিকা, ইতালি, স্পেন এবং ফ্রান্স।

 

ব্রিটেনে এখনও পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষ করোনায় আক্রান্ত। এর মধ্যে আছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। যে কারণে তাঁকে তিন রাত হাসপাতালের আসিইউতে কাটাতে হয়েছে। তবে এখন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। গত শুক্রবার তিনি ফের উঠে দাঁড়াতে পেরেছিলেন।

যথাযথভাবে লকডাউন মানা হচ্ছে না : রাজ্যকে ভর্ৎসনা কেন্দ্রের ।

এদিকে, সংক্রমণ রুখতে তিন সপ্তাহ আগে ব্রিটেনে লকডাউন ঘোষণা করা হয়। আগামী সপ্তাহের আগে তা প্রত্যাহারের কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য় দেশবাসীর কাছে আবেদন করেছে সরকার। বিশেষত ইস্টার উইক এন্ডে কোনও অনুষ্ঠান না আয়োজন করার জন্য সরকারের তরফে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন