করোনা মোকাবিলায় সাধারণ মধ্যবিত্ত ও গরিবদের জন্য গতকাল একাধিক আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এরপর আজ সকালে সাংবাদিক বৈঠকে আর বি আই গভর্নর শক্তিকান্ত দাস আরও একটি বড় সুখবর দিলেন। আগামী তিন মাসের জন্য মাসিক কিস্তি বা ই এম আই মুকুব করা হয়েছে। এই খবরে সাধারণ মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে। দেশে ২১ দিনের লকডাউন চলছে। এর ফলে দেশের অর্থনীতি পরিস্থিতি মোকাবিলায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যেই আরবিআই গভর্নর বলেন, গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান সহ-সব ধরনের বাণিজ্যিক ব্যাংক, সমবায় ব্যাংক, ব্যাংক নয় এমন আর্থিক সংস্থাগুলি (NBFC)-কে তাদের সব ধরনের ঋণের উপর আগামী তিন মাসের মোরেটরিয়াম দেওয়ার অনুমতি দিচ্ছে আরবিআই।অর্থাৎ, এর ফলে সব ব্যাংকের সব ধরনের ঋণের তিন মাসের মাসিক কিস্তি বা EMI মকুবের সম্ভাবনা তৈরি হয়েছে। যা হলে উপকৃত হবেন লক্ষাধিক ভারতীয় নাগরিক। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এবিষয়ে চিঠি লিখে আগামী ছয় মাসের ইএমআই মুকুবের অনুরোধ করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।