করোনা মোকাবিলায় ১২ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। কমিটিতে আছেন ২ স্বাস্থ্যকর্তা, ৫ জন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক ও ৫ জন বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসক। বিশ্ব মহামারী করোনার সঙ্গে যুঝতে কী করা উচিত, কী করা উচিত নয়, পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা সবকিছু নিয়েই সরকারকে পরামর্শ দেবে এই কমিটি। পাশাপাশি করোনার চিকিৎসায় এবার কিট তৈরি করবে রাজ্য সরকার। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে লালারস সংগ্রহের বিশেষ আধার বা কিট তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। যার নাম “ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া”।
এদিকে দেশে একদিনে সর্বাধিক আক্রান্ত ৮৮ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২৪। মহারাষ্ট্রে আক্রান্ত সর্বাধিক, প্রায় ১৩৮জন। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল, আক্রান্ত কমপক্ষে ১১৮। আর এই পরিসংখ্যান ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভারত ও আমেরিকার দুটি গ্রাফ পাশাপাশি রাখলে দেখা যাবে, বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৬৫৭ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৫৩৬ জন। তার আগের দিন অর্থাত্ মঙ্গলবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৯৯ জন। এভাবেই গত তিন দিনে এক ধাক্কায় ১২৮ জন নতুন করে Covid-19 পজিটিভ হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাফের দিকে লক্ষ্য করলে দেখা যাবে, ৭ মার্চ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৫ জন। ৮ মার্চ সেটি দাঁড়ায় ৫৪১ জনে। তার পরের দিন অর্থাৎ ৯ মার্চ সেই সংখ্যা বেড়ে হয় ৭০৪ জন। এরপর ক্রমাগতই উর্ধ্বমুখী হয়েছে করোনা আক্রান্তর গ্রাফ। পরের মাত্র ২ দিনেই করোনা আক্রান্তের সংখ্যা ১৩০০ পেরিয়ে যায় (১১ তারিখ)। আর বুধবার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা ৬৮,২১১ জন। তাই অনেকই এই পরিসংখ্যানে সিঁদুরে মেঘ দেখছেন।
উল্লেখ্য, ভারতে এখনও পর্যন্ত করেনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। রাজস্থানের ভিলাওয়াড়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩ বছরের এক বৃদ্ধার।