করোনার সঙ্গে যুদ্ধ করছে দেশ। সেই প্রভাব যাতে দেশের অর্তনীতিতে না পড়ে, দেশে টাকার জোগানে যাতে ঘাটতি না পড়ে, সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক নয়া উদ্যোগ নিয়েছে। লকডাউন পরস্থিতিতে দেশে ব্যবসা-বাণিজ্য বন্ধ। যার প্রভাব এসে পড়েছে অর্থনীতিতে। এহেন অবস্থায় আরবিআই-এর সিদ্ধান্ত নিয়েছে রেপো ও রিভার্স রেপো রেট কমানোর। নিঃসন্দেহে এটা বড় পদক্ষেপ। খুবই জরুরি ছিল এটা। এরফলে ব্যাঙ্কগুলির হাতে টাকার জোগান বাড়বে। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে রেপো ও রিভার্স রেপো রেট কমানোর কথা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস। সাংবাদিক বৈঠক করে শক্তিকান্ত দাস জানিয়েছেন, ০.৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হচ্ছে। এরফলে রেপো রেট দাঁড়াল ৪.৪ শতাংশ। অন্যদিকে রিভার্স রেপো রেটও কমানো হচ্ছে ৯০ বেসিস পয়েন্ট। এরফলে রিভার্স রেপো কমে দাঁড়াচ্ছে ৪ শতাংশ। যেকোনও পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখাই এখন রিজার্ভ ব্যাঙ্কের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান গভর্নর শক্তিকান্ত দাস। গভর্নরের আশা এর ফলে ভারতীয় অর্থনীতি কিছুটা হলেও নিয়মিত থাকবে।