করোনার জেরে ১ লক্ষ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ করল কেন্দ্র ।

করোনার জেরে ১ লক্ষ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। করোনা আক্রান্তদের জন্য রয়েছে ৫০ লক্ষ টাকার বিমা। এছাড়াও  উজ্জ্বলা গ্রাহকদের আগামী ৩ মাস বিনা মূল্যে মিলবে রান্নার গ্যাস। দরিদ্র ও দিন মজুরদের কথা মাথায় রেখে এই প্যাকেজ, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। ৮০ কোটি দরিদ্রের জন্য অন্ন যোজনা, আগামী ৩ মাসে ৫ কেজি করে বাড়তি চাল-আটা, ১ কেজি করে ডাল, যাতে কেউ অভুক্ত না থাকেন। ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা থেকে বেড়ে হল ২০২ টাকা।মহিলাদের জন্য ৩ মাস করে মিলবে ৫০০টাকা করে। এককালীন দেওয়া হবে ২ কিস্তিতে ১০০০ টাকা।১০০-র কম কর্মী আছেন, এমন সংস্থার কর্মীদের পিএফ দেবে কেন্দ্র।মাসিক১৫,০০০-এর কম বেতনভুক কর্মচারীদের পিএফ দেবে কেন্দ্র। করোনা-চিকিৎসায় যুক্তরাও পাবেন ৫০ লক্ষ টাকা করে বিমা।সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬। এঁদের মধ্যে ভারতীয় ৫৬৩ জন, ৪৩ জন বিদেশি নাগরিক। সুস্থ হয়ে গিয়েছেন ৪৩ জন আর ১১ জনের এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন