করোনা নিয়ে গান বাঁধলেন মমতা । খবরের ভেতর আছে গানের ভিডিও ।

রাজ্যে করোনা মোকাবিলায় প্রথম থেকেই শক্ত হাতে হাল ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই করোনা ভাইরাস নিয়েই গান বাঁধলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক সম্মেলনে এই বাঁধা গান প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানে সুর দিয়েছেন তিনি নিজে। এবং গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানটি হল, “স্তব্ধ করো। জব্দ করো। করোনাকে ভয় পেয়ো না। করোনাকে ছুঁতে দেব না। ভিড় থেকে সব্বাই দূরে থাকো।” –

এদিকে পয়লা বৈশাখ লকডাউন কিছুটা শিথিল করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লকডাউন পরিস্থিতি বিবেচনা করে ওই দিন কিছু বিষয় শিথিল করার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন,”কিছু ছাড় দেব। সেটা ৩১ তারিখ পর্যালোচনা করে স্থির করব। ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউন। এর মধ্যে পয়লা বৈশাখও পড়বে। পঞ্জাবেরও নতুন বছর আছে। পরে বিবেচনা করে জানাব, কী কী ছাড় দেব।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন