রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ । নতুন করে করোনায় আক্রান্ত হলেন একই পরিবারের ৫ জন। এনারা তেহট্টের বাসিন্দা।এদের মধ্যে দুজন শিশু, একজন মাত্র ৯মাসের এবং একজন ৬ বছরের , আর দুজন মহিলাও আছেন।
১৬ মার্চ ইংল্যান্ড থেকে দিল্লি ফেরেন এক জুবক, তাঁকে ভরতি করা হয় হাসপাতালে, সেই পরিবারের একজন উত্তরাখণ্ডের বাসিন্দা তেহট্টে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন, করোনা আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসার কারনে তাকে দিল্লিতেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল,তিনি তা অমান্য করে তেহট্টে আসেন।তারপর তার জ্বর আসে। এরপরই দুই মহিলার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে প্রতিবেশী সহ ২০জন কে কলকাতায় আনা হচ্ছে.৫জন কে আইডি কোয়ারেন্টাইনে রাখা হবে ।বাকিদের বিভিন্ন হাসপাতালে রাখা হবে.৮জনের পরীক্ষা হয়েছে, বাকিদের শনিবার হবে।