২১ দিনের লকডাউনে সারা দেশ স্তব্ধ। আর তার মাঝে পরেই অসহায় হয়ে পড়েছেন বিভিন্ন রাজ্যেে কাজ করতে যাওয়া শ্রমিকরা। এনিয়ে গতকাল রাতেই কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া একটি ভিডিও বার্তায় দাবি জানান, সরকার পরিযায়ী শ্রমিকদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক। নাহলে সংক্রমণ আরও ভয়াবহ জায়গায় যাবে। বিভিন্ন রাজ্যে থাকা অসংগঠিত শ্রমিকরা আতঙ্কিত। লকডাউনের মধ্যেও ঘরে ফিরতে মরিয়া তাঁরা। এনিয়ে যখন সারা দেশেই টানাপোড়েন শুরু হয়েছে তখন সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে অ্যাডভাইজারি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে বলা হয়েছে, পরিযায়ী শ্রমিক, কৃষক, অসংগঠিত শ্রমিক– সকলের জন্য খাদ্য ও আশ্রয় সুনিশ্চিত করতে হবে। কোভিড -১৯ সংক্রমণ এড়াতে দেশজুড়ে যে লকডাউন চলছে তাতে যেন পরিযায়ী শ্রমিকদের সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা যায় সেজন্য পদক্ষেপ করতে হবে।
গত দু’দিন ধরেই দেখা যাচ্ছে দেশের বিভিন্ন হাইওয়েতে পরিযায়ী শ্রমিকদের ঢল নেমেছে। জামাকাপড়ের বোচকা নিয়ে সারি দিয়ে দাঁড়িয়ে আছেন শ্রমিকরা, বাড়ি ফিরবেন বলে।