পঞ্জাবের মৃত বৃদ্ধের থেকে সংক্রামিত ২৩ ।

গত ১৮ মার্চ মৃত্যু হয় পঞ্জাবের এক ৭০ বছরের এই বৃদ্ধের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ৭০ বছরের এই বৃদ্ধ অন্তত ২৩ জনকে সংক্রামিত করেন বলে মনে করা হচ্ছে। পঞ্জাবের মোট ৩৩ জন করোনা পজিটিভের মধ্যে ২৩ জনই এই বৃদ্ধের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হন।৷ ৭০ বছরের এই ব্যক্তি একটি গুরদোয়ারার সাধক ছিলেন। তিনি ইতালি ও জার্মানি সফর করে দেশে ফিরে তিনি এলাকার অন্তত ১৫টি গ্রামে ঘুরেছিলেন। এই ১৫টি গ্রাম সিল করা হয়েছে। সুত্রের খবর, হোম আইসোলেশনের নির্দেশ অগ্রাহ্য করেন। তাঁর নিজের পরিবারে ১৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। বাকি যেসকল ব্যক্তি ওই বৃদ্ধের সংস্পর্শে এসেছিলেন, তােদর চিহ্নিতকরণের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন