২ কোটি ৮৫ লক্ষ টাকা অনুদান দিলেন বিদ্যুৎমন্ত্রী ।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল অর্থ দানের সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিদ্যুৎ দপ্তরের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল থেকে এই অনুদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মোট ২ কোটি ৮৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। বিদ্যুৎ বন্টন সংস্থার চেয়ারম্যান এবং দপ্তরের সচিবদের এই মর্মে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। পাশাপাশি নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ২৫ লক্ষ টাকা, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা এবং তার পৃষ্ঠপোষকতায় চলা একটি পত্রিকা তহবিল থেকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে করোনা আক্রান্তদের জন্য। শোভন দেব চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্য সরকারের আর্থিক ক্ষমতা সীমিত।তাই এই বিপর্যয়ের মুখে আমাদের সকলেরই উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে যথাযথ ভাবে সাহায্য করা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন