লকডাউনে পরিবেশ দূষণ অনেক কম, নীল আকাশ ! শোনা যাচ্ছে পাখির ডাক !!!

লকডাউন সারা দেশ। ২১ দিনের এই লকডাউনে একদিকে যেমন করোনার প্রকোপ কিছুটা হলেও রোধ করা গিয়েছে, ঠিক তেমনই পরিবেশও দূষণের হাত থেকে রক্ষা পেয়েছে পরিবেশ। কমেছে ধুলো, ধোঁয়া। চারিদিকে শুধু দিগন্ত বিস্তৃত নীল আকাশ। কলকাতা শহর এর আগে কবে এই নীল আকাশ দেখেছিল জোর করে মনে করতে হতে পারে। করোনা সতর্কতায় ১৩০ কোটি মানুষের দেশ ভারতের লকডাউনে কোনও শহরে ৩০, কোথাও ৪০, কোথাও আবার ৫০ শতাংশ দূষণের মাত্রা কমে গিয়েছে।

 

কেন্দ্র পরিচালিত সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (এসএএফএআর)-এর তথ্য জানাচ্ছে, লকডাউনের আড়াই দিনে দিল্লির দূষণ কমেছে ৩০ শতাংশ। আমদাবাদের দূষণ কমেছে ১৫ শতাংশ। কমেছে কলকাতা শহরের দূষণ। মোট ৯০ টি শহরে দূষণ কমেছে। দেখা মিলছে পাখিদের। পাশাপাশি নয়ডার রাস্তায় নীলগাই কিংবা উটির রাস্তায় হরিণ ঘুরতে দেখা গিয়েছে। ঠিক একই চিত্র ধরা পরে ছিল চিনে। নাসার উপগ্রহ চিত্রে দেখা যায় চিনের শহরগুলি দূষণ নিয়ন্ত্রিত হয়েছে। পরিবেশবিদদের মতে, এবার উন্নয়নের নামে পরিবেশ ধংস রোধ করতে হবে। নাহলে সমূহ বিপদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন