করোনার করাল গ্রাসে মৃত্যু হল সারা বিশ্বে রেড প্রিন্সেস নামে খ্যাত স্পেনের রাজকুমারী মারিয়া টেরেসার। রাজকুমারী মারিয়া টেরেসার মৃত্যুর কথা ঘোষণা করেন স্পেনের বারবন-পারমা রাজপরিবারেরই সদস্য মারিয়ার ভাই প্রিন্স সিক্সতো হেনরি। তিনি জানান, গত ২৬ মার্চ রাজকুমারী মারিয়া টেরেসার মৃত্যুর কথা ঘোষণা করেন বারবন-পারমা রাজপরিবারেরই সদস্য মারিয়ার ভাই প্রিন্স সিক্সতো হেনরি। তিনি জানান, গত ২৬ মার্চ প্যারিসে মৃত্যু হয়েছে রাজকুমারীর।
In #Bulandshar man died of #corona, named #Ravishankar none of his relatives came to bear his body..the #muslim brother’s lifted the body on their shoulder #chanting name of #The God pic.twitter.com/z1TnWucHas
— aamarsakal.com (@aamarsakal) March 29, 2020
তাঁর শরীরে কোভিড-১৯ পজিটিভ ছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। শুক্রবার মাদ্রিদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্যারিসে মৃত্যু হয়েছে রাজকুমারীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। শুক্রবার মাদ্রিদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রসঙ্গত, তিনি দীর্ঘদিন প্যারিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। একাধারে তিনি ছিলেন স্পষ্ট বক্তা, একাধারে ছিলেন স্বাধীনচেতা। তাই তাকে বলা হত রেড প্রিন্সেস। প্রসঙ্গত, এই প্রথম করোনার আক্রমনে মৃত্যু হল রাজ পরিবারের কোনও সদস্যের। অন্যদিকে ব্রিটেনের যুবরাজ প্রিন্স চার্লস ও প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছেন।