করোনা মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের ইমাম সংগঠন। রাজ্যের সমস্ত মসজিদের দরজা সাধারণের জন্য বন্ধ করতে বলে মসজিদে মসজিদে চিঠি পাঠাল ইমামদের সংগঠন বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন। যাতে একসঙ্গে অনেক মানুষের জমায়েত না হয় সেইজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের ইমাম সংগঠনের পক্ষ থেকে। মঙ্গলবার এই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সম্পাদকদের। উক্ত চিঠিতে বলা হয়েছে, “নামাজ চালু থাকবে। ইমাম সাহেব চার-পাঁচজনকে নিয়ে জামাত চালু রাখবেন।” আপাতকালীন পরিস্থিতির জন্যই যে এই সিদ্ধান্ত তাও উল্লেখ করা হয়েছে বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের চিঠিতে। এছাড়াও সকলকে বাড়িতেই নামাজ পড়েন তা নিশ্চিত করতে বলা হয়েছে ওই চিঠিতে। সেই সঙ্গে আরও বলা হয়েছে, সামনেই রামজান মাস। রামজানের নামাজের জন্য সুস্থ থাকাটা জরুরি। তাই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সম্প্রদায়ের ধর্মগুরুদের উদ্দেশে জমায়েত না করার আবেদন জানিয়েছিলেন। সেইজন্যই এবার রাজ্যের মসজিদগুলির দরজা সাধারণের জন্যই বন্ধ করার সিদ্ধান্ত নিল ইমাম সংগঠন।