করোনা-মোকাবিলায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেনজির ঘোষণা :

◾এই সময়ে যারা জরুরি কর্তব্য পালন করে চলেছেন তাদের ধন্যবাদ।

◾ পরিস্থিতি খতিয়ে দেখে মহামারী আইনের দিন বৃদ্ধি করা হবে৷

◾ ফ্রি রেশন ৫ কেজি চাল ৮কোটি মানুষের জন্য

◾. প্রচেষ্টা স্কিম। অসংগঠিত শ্রমিকদের জন্য মাসে এক হাজার টাকা দেওয়া হবে এই স্কিমে
◾ সংবাদপত্র রাস্তায় রেখে এখন আর বিক্রি করা যাবে না৷ গাড়িতে কাগজ এনে, এক একজন হকারকে দিন। সকাল ৫-৭টার মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে।

◾. বাজারে গিয়েও একসঙ্গে থাকবেন না। দূরত্ব বজায় রাখুন।

◾ ব্যাঙ্কেও একইভাবে দূরত্ব বজায় রেখে লাইন দিন৷

◾ প্রধানমন্ত্রীকে সর্বদল বৈঠকের রিপোর্ট পাঠিয়েছি।

◾ ভিড় করে রাস্তায় ক্রিকেট খেলবেন না

◾ভিন রাজ্য থেকে যারা ফিরেছেন, তাঁরা ঘরে থাকুন৷

◾ সাংবাদিকরা একসঙ্গে ঘুরবেন না। দূরত্ব রাখবেন৷

এরপরই মুখ্যসচিবের সঙ্গে মুখ্যমন্ত্রী “সারপ্রাইজ ভিজিটে” বেরিয়ে যান৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন