গতকাল রাত ৮ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন, আগামী ২১ দিন অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশ লকডাউন থাকবে। আর সেই নির্দেশিকা মেনে না চললে, গুলি কররা নির্দেশ দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। অবিলম্বে এই নির্দেশিকা পুলিশকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাও বলেন, “যদি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হবে। সেইসঙ্গে সেনাও মোতায়েন করা হবে।” এছাড়াও তিনি বলেন, “সব নেতারা কোথায়? আমি রাস্তায় কোনও নেতাকে দেখা পাচ্ছি না। আমি খালি পুলিশ, পুরসভা ও অন্যান্য দফতরের কর্মীদের দেখছি। মানুষকে সাহায্য করার জন্য নেতাদের বেরিয়ে আসতে হবে।” কার্যত লকডাউন মেনেই সকল নাগরিকদের বাড়িতে থাকতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।