করোনা কাবু ইবোলার ড্রাগে, সম্মতি হু-এর

করোনার সংক্রমণ ঠেকাতে ইবোলা ভাইরাস প্রতিরোধী ড্রাগ ‘রেমডেসিভির’ (Remdesivir) -এ কাজ হতে পারে। এমনটাই দাবি জানিয়েছেন আমেরিকার বিজ্ঞানী মহল। জানা গিয়েছে, ইবোলা আক্রান্ত রোগীদের উপরে এই ড্রাগ তেমন প্রভাব ফেলতে না পারলেও, করোনা ভাইরাস রোধে কার্যকরী ভূমিকা পান করতে পারে এই ড্রাগ। কিন্তু বিজ্ঞানীদের দাবি, করোনার সংক্রমণ রোখার মতো ক্ষমতা নাকি আছে এই ড্রাগের। তাতে সম্মতি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু)। ইতিমধ্যেই চারজন করোনা আক্রান্ত রোগীর উপর এই ড্রাগ প্রয়োগ করা হয়েছে। আর এই
ড্রাগের প্রভাব কার্যকরী হয়েছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। এবিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর ডিরেক্টর জেনারেল ব্রুস এইলওয়ার্ড বেজিংয়ে সাংবাদিক বৈঠক করে বলেছেন, “এখনও অবধি একটি ড্রাগের উপরেই অনেকটা ভরসা করা যেতে পারে, আর সেই ড্রাগ হল রেমডেসিভির। আশা করা যায় অ্যান্টি-ভাইরাল এই ড্রাগ কোভিড-১৯ সংক্রমণ আটকাতে পারবে।” অন্যদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) বলেছে, কোভিড-১৯ সংক্রমণের ভাল প্রতিষেধক হতে পারে হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine)। করোনার ভ্যাকসিন বানাতে ম্যালেরিয়া প্রতিষেধক, এইচআইভি ও সোয়াইন ফ্লুয়ের ড্রাগ নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন