গরিবদের নিজ হাতে খাদ্যবস্তু বিতরণ করলেন মুখ্যমন্ত্রী
গতকালের মত আজকে বিকালেও নবান্নে বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য পথে নামলেন। যদিও ‘সোশ্যাল ডিস্ট্যান্সিং’ বা দূরত্ব বজায় রেখেই সকলের হাতে তুলে দিলেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, খাবার, চাল ডাল। নিউ আলিপুর, আলিপুর, কালীঘাট সংলগ্ন রিকশাওয়ালা ও ভবঘুরেদের এই সাহায্য করেন। বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ গতকালই এনিয়ে কটাক্ষ করেছিলেন। এবং তার জবাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, তার পক্ষে ঘরে বসে থাকা সম্ভব নয়। আজও সেই পথেই হাঁটলেন তিনি। প্রথমেই তিনি যান নিউ আলিপুর। তাঁর কথার অন্যথা না করে, তিনি তাঁদের হাতে খাবার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, চিন্তা করতে হবে না কাউকে। খাবারের ব্যবস্থা হবেই।সেখান থেকে তিনি চলে যান কালীঘাটে। সেখানে নাইট শেল্টারের ব্যবস্থা করেছেন প্রশাসন। থাকছেন বহু গৃহহীন, ভবঘুরে মানুষ। সেখানেও তাঁদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। সঙ্গে বুঝিয়ে দেন ‘সোশ্যাল ডিস্ট্যান্সিং’-এর গুরুত্ব।