নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুরঃ বিশ্ব মহামারী করোনা ভাইরাসের জন্য গোটা দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে বন্ধ দোকানপাট থেকে যান চলাচল সবকিছুই। করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকেই বন্ধ হয়ে গিয়েছে সমস্ত কাজকর্ম। ফলে একদিক থেকে বলা যেতে পারে কর্মহীন হয়ে পড়েছে এরাজ্য থেকে ভিন রাজ্যে যাওয়া শ্রমিকরা। তবে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারছেন না শ্রমিকরা। যেটুকু খাদ্য সঞ্চিত ছিল তাও এখন প্রায় শেষের পথে। টাকা পয়সাও প্রায় সব ফুরিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে বাড়ি ফেরার জন্য রাজ্য সরকারের কাছে কাতর আবেদন জানাচ্ছেন ভিন রাজ্যে কর্তব্যরত শ্রমিকরা।
ওদের কেউ রাজস্থান, হায়দরাবাদ, দিল্লি আবার কেউ হরিয়ানাতে শ্রমিকের কাজ করেন। কিন্তু হঠাৎ করে গোটা দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় এখন নিজের বাড়ি ফিরতে পারছেন না তারা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক হাজার শ্রমিক এভাবে কাজে গিয়ে আটকে পড়েছেন। রাজ্য সরকারের তৎপরতায় তাদের বহুজনকে নিজের বাড়ি ফেরানো গেলেও এখনও আটকে কয়েক হাজার শ্রমিক। এমন পরিস্থিতিতে বেপাত্তা শ্রমিকদের মালিকরাও। ফলে হাতে টাকা-পয়সা বলতেও তেমন কিছু নেই। খাবার-দাবার যতটুকু ছিল তাও এখন প্রায় শেষের পথে। দোকান বলতেও তেমন কিছু খোলা নেই। এমন পরিস্থিতিতে ভিডিও বার্তার মাধ্যমে রাজ্য সরকারের কাছে বাড়ি ফিরে আসার জন্য কাতর আবেদন জানাচ্ছেন আটকে পড়া শ্রমিকরা। ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে বহু শ্রমিককে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। তবে যারা এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি তাদের অবস্থা এখন একেবারেই করুন বলা চলে। কেউবা ভিন রাজ্যে গিয়ে রাজমিস্ত্রির কাজ করতেন, আবার কেউ দর্জি কিংবা ভিন্ন ধরনের কোন পেশায় যুক্ত। রাজ্যে কেমন হবে কর্মসংস্থান না থাকায় রুটি-রুজির টানে তাদের ভিন রাজ্যে যেতে হয়েছে। তবে এমন ভাবে যে আটকে পড়তে হবে তারা ভাবতেই পারেনি স্বপ্নে। জেলার প্রতিটি ব্লক থেকে মোট হাজারেরও বেশি শ্রমিক এখন আটকে পড়ে রয়েছেন। কেউবা ঠিকমত খেতে পাচ্ছেন না। আবার কেউ থাকার আশ্রয়টাও ঠিকমতো ভাবে পাচ্ছেন না। মহিষাদল থেকে হায়দরাবাদে শ্রমিকের কাজে গিয়েছিলেন এক যুবক। সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় এখন ঠিকমতো খাওয়াটাও জোগাড় করতে পারছেন না বলে দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিক জানান, “আমি সরকারের কাছে হাতজোড় করে বলছি আমাদের বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করোনা। আমাদের কাছে কোনো টাকাপয়সাও নেই। খাবারও সব শেষ। কিকরবো কিছুই ভেবে উঠতে পারছি না।” এমন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ভিন রাজ্যের আটকে পড়া শ্রমিকদের ফোন নাম্বার সংগ্রহ করার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ জানান, “আমরা প্রশাসনিকভাবে ভিন রাজ্যে থাকা শ্রমিকদের সাথে যোগাযোগ করা শুরু করেছি। ইতিমধ্যে বেশ কয়েকটি বাস পাঠিয়ে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসনের কাছে যোগাযোগ করে শ্রমিকদের প্রতিদিন খাবার দেওয়ার অনুরোধ করা হয়েছে।”