২১ দিনের লকডাউন শুরু হওয়ার পর থেকে লিটার লিটার দুধ ফেলা যাচ্ছে পুকুরে। সারা রাজ্য জুড়ে উঠে এসেছে এমনই চিত্র। এজন্য দুধ বিক্রেতারা সমস্যায় পড়েছেন। অন্যদিকে লকডাউন এর জন্য সারা রাজ্যে মিষ্টির দোকানগুলি বন্ধ। কারণ দুধ সরবরাহ করা কার্যত অসম্ভব। আর এই সমস্যার মোকাবিলায় কোন সমাধান আপাতত নেই দেখে, আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন মিষ্টির দোকান খোলা রাখার।
লকডাউনের জেরে অনির্দিষ্টকাল তদন্তের কাজ স্থগিত করলো CBI ও ED
মিষ্টির দোকান খোলা থাকলে দুধ নষ্ট বন্ধ হবে। তবে সারাদিনের জন্য না খুলে ঘণ্টা চারেকের জন্য মিষ্টির দোকানকে ছাড় দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন মমতা।এদিকে সামনেই পয়লা বৈশাখ, তাই নবান্নে তিনি বলেন, “পাড়ায় পাড়ায় যে মিষ্টির দোকানগুলি আছে সেগুলি আমরা দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খুলে রাখতে বলছি।” তাঁর বক্তব্য এর ফলে চাষিদের দুধ নষ্ট হবে না। একই সঙ্গে তিনি বলেন, বাচ্চাদের দুধের সরবরাহ যেন ঠিক থাকে সে ব্যাপারেও প্রশাসনকে নজর রাখতে হবে।