করোনায় প্রথম আক্রান্ত চিনের উহানে হয়েছিলেন ৫৭ বছরের মহিলা ওয়েই গুইজিয়ান।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় প্রথম আক্রান্ত চিনের উহানে হয়েছিলেন ৫৭ বছরের মহিলা ওয়েই গুইজিয়ান। ওই মহিলা চিনের উহান প্রদেশের একটি বাজারে চিংড়ি মাছ বিক্রি করতেন। তিনি ২০১৯ এর ডিসেম্বর মাসে প্রচন্ড কাশি, জ্বর ও সর্দি নিয়ে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং তারপর ইলেভন্থ হাসপাতালে যান। সেখানেই তিনি জানতে পারেন কঠিন রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

করোনায় মৃত্যু স্পেনের রেড প্রিন্সেসের ।

তারপর জানা যায় করোনা ভাইরাস কোভিড ১৯ -এ আক্রান্ত হয়েছেন তিনি। এরমধ্যেই ওই বাজের অধিকাংশ বিক্রেতা একই উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে, ধীরে ধীরে জানুয়ারির শেষে সুস্থও হতে থাকেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। মহামারী রূপ ধারণ করেছে কোভিড ১৯। তাঁকে কোভিড-১৯ পেসেন্ট জিরো বলে ঘোষণা করে দেওয়া হয় হাসপাতালের তরফে। এছাড়াও উহান মিউনিসিপ্যাল হেলথ কমিশনের তরফেও একই বিবৃতি দেওয়া হয়েছে। এদিকে ওয়েই গুইজিয়ান জিংপিং সরকারের প্রতি তোপ দেগে বলেছে, যদি আগে থেকেই সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করত, তাহলে হয়ত এই বিশ্ব মহামারী রোধ করা যেত।প্রসঙ্গত ওয়েই গুইজিয়ান এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন