আমার সকাল : তীব্র অপুষ্টিতে মৃত্যু হল ভেগান ডায়েটে থাকা ১৮ মাসের শিশুর, গ্রেফতার বাবা ও মা

নিজস্ব প্রতিনিধি : তীব্র অপুষ্টিতে মৃত্যু হল ভেগান ডায়েটে থাকা ১৮ মাসের একটি শিশুর। অবহেলার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে আমেরিকার ফ্লোরিডার এই ঘটনায় শিশুটির মা ও বাবাকে। ওই দম্পতির পাঁচ ও তিন বছরের আরও দুই সন্তান রয়েছে। তারাও প্রচণ্ড অপুষ্টির শিকার। ওই শিশুদুটিকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে।
দম্পতি শিলা এবং রায়ান ও’লরির তিন সন্তান রয়েছে। তাঁদের সবচেয়ে ছোট সন্তান ১৮ মাস বয়সি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ফ্লোরিডার ওই দম্পতির পরিবারের সকলেই ভেগান ডায়েটে অভ্যস্ত। তা থেকে বাদ যায় না শিশুরাও। ১৮ মাসের শিশুটিকেও মায়ের স্তনদুগ্ধ ছাড়া ফল ও কাঁচা সবজি খাওয়ানো হয়। তার ওজন মাত্র ১৮ পাউন্ড। যা শিশুর বয়সের নিরিখে অত্যন্ত কম। হাসপাতালে চিকিৎসা  এছাড়া ছোট্ট শরীরে বাসা বাঁধে অপুষ্টিজনিত আরও নানা অসুখ। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই শিশুর। চিকিৎসকরা বলেন, “গত ছ’মাস যাবৎ শিশুটি নানারকমের অসুস্থতায় ভুগছিল। অপুষ্টির জেরেই নানা রোগ ওর শরীরে প্রভাব ফেলেছিল।”

শিশুটির জন্মও হয়েছে বাড়িতে এবং ১৮ মাস পর্যন্ত কোনও ডাক্তার কোনওদিন তাকে দেখেনি।

শিলা এবং রায়ান ও’লরির বিরুদ্ধে খুন ও শিশুর প্রতি অবহেলার অভিযোগ দায়ের করেছে পুলিশ। নিহতের মা শিলা বলেন, “আমরা ভেগান ডায়েট মেনেই খাওয়াদাওয়া করি। ফল, কাঁচা শাকসবজি খাই। এই খাবারদাবার খেয়েই আমি তিনটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলাম। বাড়িতেই জন্মেছিল আমার ছোট ছেলে। ওকে ফলমূল এবং স্তন্যদুগ্ধ পান করাতাম। তা সত্ত্বেও কিছুতেই ওর ওজন বাড়ছিল না।”

পুলিশের দাবি, ওই দম্পতির আরও দুই সন্তানের অবস্থাও প্রায় একইরকম। তারাও ভুগছে অপুষ্টিতে। খরচের কথা ভেবে তাদের স্কুলেও পাঠায় না ওই দম্পতি। সন্তানদের প্রতি অবহেলার অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন