আমার সকাল: জঙ্গি দমনে নিস্ক্রিয় পাকিস্তান! আন্তজার্তিক মঞ্চে এফএটিএফের বৈঠকে ফের চরম বার্তা আমেরিকার

নিজস্ব সংবাদদাতা: দেশের মাটিতে অবাধে বিচরণকারী জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক পাকিস্তান। সেই সঙ্গে মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ-সহ ধৃত চার শীর্ষ লস্কর জঙ্গির বিরুদ্ধেও বিচার প্রক্রিয়া শুরু হোক। এফএটিএফ বৈঠকের আগে ইমরান খান সরকারের উপর চাপ বাড়িয়ে এমনটাই জানালআমেরিকা।

সন্ত্রাসে আর্থিক মদত বন্ধ করা নিয়ে নজরদারি সংস্থা ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর বৈঠক হবে চলতি মাসেই। ওই বৈঠকেই স্থির হবে, সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করা হবে, না ফের ধূসর তালিকাতেই রেখে দেওয়া হবে, নাকি ক্নিনচিট মিলবে। ওই বৈঠকের আগে আমেরিকার এই মনোভাবে পাকিস্তানের উপরে যথেষ্টই চাপ বাড়ল বলে মত বিশেষজ্ঞদের।

তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট ভাবে বলেছে, তাদের মাটিতে জঙ্গি কার্যকলাপ বন্ধ করুক পাকিস্তান, হাফিজ সইদ-সহ লস্কর-ই-তৈবার শীর্ষ নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করুক তারা।  প্যারিসে এফএটিএফের বৈঠক শুরুর দিন চারেক আগে লস্কর-ই-তৈবা/ জামাত-উদ-দাওয়ার চার নেতাকে গ্রেফতার করেছে পাকিস্তান, তাদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন বিদেশ মন্ত্রকের দক্ষিণ ও মধ্যএশিয়া ব্যুরোর প্রধান অ্যালিস ওয়েলস।

সন্ত্রাসদমন দূরে থাক, তাদের দেওযা উন্নয়নের টাকা জঙ্গিগোষ্ঠীগুলির হাতে দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছে এফএটিএফ।  আগের বৈঠকেই তারা পাকিস্তানকে সতর্ক করে দিয়েছিল।  এমনকি সময়ও বেঁধে দিয়েছিল।  তবে নিজেদের মাটিতে জঙ্গি কার্যকলাপ বন্ধ করার বদলে কাশ্মীর নিয়ে বেশি মাথা ঘামিয়েছে তারা।  এফএটিএফ বৈঠক চলাকালীন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে হুঁশিয়ার করে বলেন, পাকিস্তান চাইলে জঙ্গিদমনে সেনা পাঠাতে প্রস্তত ভারত।

গত বছরের জুনে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে প্যারিসের নজরদারি সংস্থা এফএটিএফ। চলতি মাসের মধ্যে সন্ত্রাসে আর্থিক মদত বন্ধ করতে বলে তাদের তরফে পাকিস্তানকে ৪০টি সুপারিশও করা হয়। তবে চলতি মাসে ওই নজরদারি সংস্থার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গত দেড় বছরে সে সমস্ত সুপারিশের মধ্যে মাত্র একটিই মেনেছে পাকিস্তান। এফএটিএফ-এর আসন্ন বৈঠকেই জানা যাবে, ইরান ও উত্তর কোরিয়ার মতো পাকিস্তানকেও কালো তালিকাভুক্ত করা হবে কি না।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন