আমার সকাল : বিশ্ব ক্ষুধা মোকাবিলায় পাকিস্তান ও বাংলাদেশের থেকেও পিছিয়ে রয়েছে ভারত

নিজস্ব প্রতিনিধি : এবার ভারতে জন্যে খারাপ খরব দিল গ্লোবাল হাংগার ইন্ডেক্স। বিশ্ব ক্ষুধা সূচকে ১০২তম স্থানে চলে এল ভারত। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-এর ১১৭টি দেশের মধ্যে ভারতের স্থান শ্রীলঙ্কা, বাংলাদেশ, চিন, এমনকি পাকিস্তানেরও নীচে। অন্যদিকে ক্ষুধা মেটানোর ক্ষেত্রে ভারতের থেকেও এগিয়ে রয়েছে ওইসব দেশ।

অপুষ্টি, শিশুমৃত্যু-সহ একাধিক মাপকাঠির ওপরে ভিত্তি করে তৈরি হয়ে এই বিশ্ব ক্ষুধা সূচক। ২০১৪ সালে এই সূচকে ভারতের স্থান ছিল ৫৫তম। এর আগে দক্ষিণ এশিয় দেশগুলির মধ্য়ে একমাত্র পাকিস্তান সূচকে ভারতের থেকে পিছিয়ে থাকত। ২০১৯ সালে দক্ষিণ এশিয় দেশগুলির মধ্যে Global Hunger Index-এ সবচেয়ে পিছিয়ে রয়েছে ভারত। বাকি সব দেশ রয়েছে ৬৬ থেকে ৯৪ র‍্যাঙ্কের মধ্যে।

আমার সকাল: নোবেলজয়ী বাঙালির গর্ব অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রীর

কোনও দেশের ঠিক কত সংখ্যক শিশু অপুষ্টিতে ভুগছে তার নিরিখে এই রিপোর্টটি তৈরি করে আয়ারল্যান্ডের কনসার্ন ওয়াল্ডওয়াইড ও জার্মানির ওয়েলথাঙ্গারহিল্ফ। পাঁচ বছরের নীচে যে সব শিশুর ওজন উচ্চতার তুলনায় কম, অথবা যে সব শিশুর উচ্চতা তাদের বয়সের তুলনায় কম এবং পাঁচের নীচে মৃত্যুর হার কত-এই সব দিক বিচার করেই তৈরি হয়ে Global Hunger Index।

ক্ষুধা সূচকে পাকিস্তানের স্থান ৯৪, বাংলাদেশ রয়েছে ৮৮ নম্বরে ও নেপাল রয়েছে ৭৩ নম্বরে। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের রিপোর্টে লেখা হয়েছে, ভারতের জনসংখ্যা বিপুল, শিশুর ওজনের হারও অনেকটাই কম। ভারতের অবস্থা এখন নাইজার বা সিয়েরালিয়নের মতো।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন