আমার সকাল : ৩৯টি লাশ ভর্তি ট্রাক আটক, গ্রেফতার চালক

নিজস্ব প্রতিনিধি : লন্ডনে একটি ট্রাক থেকে উদ্ধার হল ৩৯টি দেহ! এ ঘটনায় ঘুম ছুটেছে এসেক্স পুলিসের। বুধবার, ওই ট্রাক থেকে ৩৮ পূর্ণ বয়স্ক এবং একটি নাবালকের দেহ উদ্ধার হয়। এই ট্রাকটি বুলগেরিয়া থেকে আসে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।

পূর্ব লন্ডনে গ্রেস-এর একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা থেকে ট্রাকটিকে আটক করা হয়। আয়ারল্যান্ড নিবাসী এই বছর ২৫-এর যুবকই পূর্ব লন্ডনের শিল্পতালুক এলাকায় ট্রাকটি চালিয়ে নিয়ে আসছিল বলে জানা গিয়েছে। অ্যাসেক্স পুলিশের সুপারিটেন্ডেন্ট অ্যান্ড্রু ম্যারিনার বলেন, “যেখানেই ঘটে থাকুক, এটা শিউরে ওঠার মতো একটা ঘটনা।” এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

একটি অ্যাম্বুলেন্স ওয়াটারগ্ল্যাড শিল্পতালুক এলাকায় এই ট্রাকটি দেখে পুলিশকে খবর দেয়। অ্যাম্বুলেন্স চালক সন্দেহের বশেই জানায় পুলিশকে। লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী রাত একটা ৪০ মিনিট নাগাদ ট্রাকটিকে আটক করে পুলিশ। তারপর কন্টেনার খুলে দেখা যায়, তাতে বোঝাই করা রয়েছে লাশ।

মৃতদের চিহ্ণিত করার চেষ্টা চলছে। তবে এতগুলি মৃতদেহকে সনাক্ত করা দীর্ঘ প্রক্রিয়া বলে মনে করছে পুলিশ। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে সীমান্ত পেরনোর সময় কোনও তল্লাশি চালানো হয় না। সেই সুযোগেই মৃতদেহ বোঝাই ট্রাকটি লন্ডনে ঢুকে আসে বলে অনুমান করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন