নিজস্ব প্রতিনিধি— ইতিহাস গড়লেন নাসার দুই মহিলা মহাকাশচারী ক্রিস্টিনা কচ ও জেসিকা মের। যার তোড়জোর শুরু হয়েছিল সাত মাস আগেই। প্রথম মহিলা দল হিসেবে স্পেস ওয়াক বা মহাকাশে হাঁটলেন তাঁরা। শুধু তাই নয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল তা ঠিক করলেন এই দুই নারী। তাও আবার সময়ের আগেই। মাত্র সাড়ে পাঁচ ঘন্টার মধ্যেই যান্ত্রিক ত্রুটি সারলেন তাঁরা। যা দেখে বিশ্বজুড়ে নারীশক্তিকে শিখরে পৌঁছেদিলেন ক্রিস্টিনা ও জেসিকা। স্পেসওয়াকে বের হওয়ার আগে কচ বলেন, ‘আমরা যা করতে যাচ্ছি তা ঐতিহাসিক। তাই এই কাজ বেশ গুরুত্বপূর্ণ। প্রত্যেকের অবদান রয়েছে। তাই সাফল্যের সম্ভাবনাও যথেষ্ট।’
গডম্যান ‘কল্কি’ ভগবানের ডেরায় হানা দিয়ে বেআইনি ৫০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল আয়কর অফিসাররা
শুক্রবার ভারতীয় সময় বিকেল ৪টে নাগাদ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে দরজা খুলে বেরিয়ে আসেন তাঁরা। আসলে সাত মাস আগেই অল উইমেন স্পেস ওয়াক বা মহিলা দলের মহাকাশচারণ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় একমাত্র মহাকাশ স্টেশনে কেবলমাত্র মিডিয়াম সাইজের স্পেসস্যুট ছিল। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল নাসা’কে। গত মার্চ থেকেই স্পেস স্টেশনে রয়েছেন কচ। তিনি এর আগে অন্যান্য পুরুষদের সঙ্গেও মহাকাশে হেঁটেছেন। তবে তাঁর সতীর্থ মের-এর অভিজ্ঞতা এই প্রথম। এদিন দু’জনের হাতেই ছিল যন্ত্রপাতির ব্যাগ। এরপর মাত্র সাড়ে পাঁচঘণ্টাতেই তাঁদের কাজ হাসিল করে নেন মহিলা ব্রিগেড।
From Mission Control Center, @AstroAnnimal describes how she felt during a spacewalk as we get this amazing view from @Astro_Jessica‘s helmet cam. #AskNASA | https://t.co/yuOTrZ4Jut pic.twitter.com/geT7IQzp3W
— Intl. Space Station (@Space_Station) October 18, 2019