আমার সকাল: লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাল পাক বংশদ্ভুতোরা, ভাঙল দূতাবাসের কাচ

নিজস্ব প্রতিনিধি— কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রভাব পড়েছে আন্তর্জাতিক দরবারেও। পনেরো অগাস্টের পর ফের একবার। লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাল ব্রিটিশ-পাকিস্তানিরা। এ বার বিক্ষোভকারীদের ছোড়া ডিম-টমেটো-বোতলের আঘাতে ভাঙল দূতাবাসের কাচ।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করে হওয়া বিক্ষোভে ভাঙল হাইকমিশনের জানালার কাচ। এনিয়ে ব্রিটিশ সরকারের কাছে তীব্র প্রতিবাদ করেছে ভারত।

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর প্রায় ১০ হাজার ব্রিটিশ-পাকিস্তানি এবং খালিস্তানি সম্প্রদায়ের মানুষ আচমকাই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সকলের হাতেই ছিল পাক অধিকৃত কাশ্মীরের পতাকা। সঙ্গে ছিল কাশ্মীরের স্বাধীনতার পক্ষে লেখা বেশ কিছু প্ল্যাকার্ডও। ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’ নামের মিছিলে সামিল হয়েছিলেন একাধিক মানুষ। লন্ডনের রাস্তায় নেমেছিল মানুষের ঢল। ‘কাশ্মীরে গোলাগুলি বন্ধ হোক’, ‘বন্ধ হোক মিলিটারি শাসন’, ‘কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ করার সময় এসেছে’, “আমরা আজাদ কাশ্মীর চাই’—–এ ধরনের নানান স্লোগান শোনা গিয়েছিল বিক্ষোভকারীদের মুখে। দূতাবাসকে লক্ষ্য করে ডিম, টমেটো, জুতো, পাথর, স্মোক বোমা ছুড়ে একাধিক জানালার কাচ ভেঙে দেয় বিক্ষোভকারীরা। সেই ছবি ট্যুইট করেছে ভারতীয় দূতাবাস। লন্ডনের মেয়র সাকিব খান নিজেও একজন পাক বংশোদ্ভূত ব্রিটিশ। এই ঘটনার নিন্দা করেছেন তিনি। এক ট্যুইটে তিনি লিখেছেন, এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এক নিন্দা করছি।

গত ১৫ অগাস্টও ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় কিছু লোক। তাদের হাতে ছিল খালিস্তান ও কাশ্মীরের পতাকা। বিভিন্ন প্রান্ত থেকে সেদিন ভারতের স্বাধীনতা দিবস পালনের জন্য লন্ডনের ভারতীয় দূতাবাসে জড়ো হয়েছিলেন অসংখ্য প্রবাসী ভারতীয়। তাঁদের উপরেই আচমকা চড়াও হয় বিক্ষোভকারীরা। দাবি সেই একই, ‘আজাদ কাশ্মীর চাই। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যেতে গেল পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। তার পরেই তারা দূতাবাস লক্ষ্য করে ডিম, পাথর, কাচের বোতল ছোড়ে। কয়েক মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এরপর বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ফোন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। এনিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন জনসন। তার পরেও এই বিক্ষোভ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন