নিজস্ব প্রতিনিধি : ফের সাঁতার শিখতে এসে ডুবে মৃত্যু হল কলেজ স্কোয়ারে। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ ও কলকাতা পুলিশের ডুবুরিরা৷ তাঁরাই ওই কিশোরের মৃতদেহটি জলের গভীর থেকে উদ্ধার করেন৷ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এই দুর্ঘটনার পরেই অনির্দিষ্টকালের জন্য কলেজ স্কোয়্যারে সাঁতার শেখানো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। কলেজ স্কোয়্যারে সাঁতার শেখানো ৭টি ক্লাবকেই সেই নির্দেশের কথা জানিয়েছে বেঙ্গল সুইমিং অ্যাসোসিয়েশন।
সূত্রের খবর, এদিন কলেজ স্কোয়ারে সাঁতার শিখতে নামেন বছর সতেরোর ওই কিশোর। রবিবার সকালেও নিময়মতো সাঁতার শিখতে আসে সে৷ কিন্তু কম গভীর পুলটিতে না নেমে, ভুলবশত গভীর পুলটিতে নেমে পড়ে ওই কিশোর৷ এবং কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায়৷ তাকে ভেসে উঠতে না দেখে ৯টা নাগাদ, খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলকে। পুলের কিছু দূরেই উদ্ধার হয় দেহটি। উদ্ধারকারী দলের এক ডুবুরি জানিয়েছেন, পুলের জলের নীচে শোয়া অবস্থায় উদ্ধার হয় দেহটি।

জানা গিয়েছে, ইতিমধ্যে ওই কিশোরের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ৷ শুরু হয়েছে ঘটনার তদন্ত৷ আর শুরুতেই ঘটনার সময় ট্রেনারদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে৷ যখন কিশোর সাঁতার কাটতে আসে, তখন কতজন ট্রেনার উপস্থিত ছিলেন? তাঁরা কোথায় ছিলেন? ডুবতে দেখেও কেউ কেন বাঁচালেন না? এমন একাধিক প্রশ্ন তুলছেন
তদন্তকারীরা৷
প্রায় দুই বছর আগে ২০১৭ সালে একইরকম দুর্ঘটনা ঘটে কলেজ স্কোয়ারে। সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে তলিয়ে যান এক জাতীয় স্তরের সাঁতারু। মৃত্যু হয় তাঁর।