বিহার থেকে নেতাজিনগরে বৃদ্ধ দম্পতি খুনে গ্রেফতার মূল অভিযুক্ত রাজমিস্ত্রি!মিলল লুঠের মাল

নিজস্ব প্রতিনিধি : নেতাজিনগরে দম্পতি খুনের পাঁচদিনের মধ্যে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃতের নাম আরুল জালাল। বিহারের কাটিয়ার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই ঘটনার কিনারা করা সম্ভব বলেই আশা তদন্তকারীদের৷

পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ হামরুজ আলম পেশায় রাজমিস্ত্রি৷ সে কয়েকদিন আগে নিহত দম্পতির বাড়িতে কাজ করেছিল৷ তখনই বাড়ির আটঘাট বুঝে যায় সে৷ এরপর লুটপাটের উদ্দেশ্যে বৃদ্ধ দম্পতির বাড়িতে হানা দেয়৷ তবে লুটপাটে বাধা দেওয়ায় খুন করা হয় ওই দম্পতিকে৷ খুনের পর সে এ রাজ্য ছেড়ে পালিয়ে যায় বিহারে৷ কাটিহারে গত চার-পাঁচদিন গা ঢাকা দিয়ে বসেছিল৷ তদন্তে নেমে পুলিশ হামরুজের গোপন ডেরার খোঁজ জানতে পারে৷ সেই অনুযায়ী বিহার পুলিশের সঙ্গে যৌথ তল্লাশিতে ওই রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতের কাছ থেকে লুটের জিনিসপত্রও উদ্ধার করা হয়৷ সেই দিন রাতে কী হয়েছিল তা ওই রাজমিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে বলেই আশা তদন্তকারীদের৷ ইতোমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই ঘটনার পিছনে আর কেউ রেয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।

https://aamarsakal.com/2019/08/01/netajinagar-elderly-couple-killed-for-the-purpose-of-robbery-new-information-is-coming-up/

গত ২৯ জুলাই নেতাজিনগরে নিজের বাড়িতে খুন হন দিলীপ মুখোপাধ্যায় (৭১) ও তাঁর স্ত্রী স্বপ্না মুখোপাধ্যায় (৬৫)। তদন্তে নেমে গোয়েন্দারা প্রায় নিশ্চিত ছিলেন, লুঠের জন্যই খুন করা হয়েছে বৃদ্ধ দম্পতিকে।

https://aamarsakal.com/2019/08/01/cctv-to-be-set-up-at-home-of-every-elderly-couple-in-city/

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন