নিজস্ব প্রতিনিধি : পোষ্য কুকুর একদিক থেকে যেমন ঘরের সদস্য হয়ে যায়, তেমনই তারপ্রতি একটা টান এসে যায়। তবে প্রতিটি পশুর একটি নিদিষ্ট আয়ু থাকে, তারপর সেই পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু, আমেরিকার একটি মডেল তার পোষ্য কুকুরকে সব সময় নিজের কাছে রাখতে একটা নতুন উপায় বের করেছে।
৪৯ বছরের প্রাক্তন ব্রিটিশ মডেল এলিজাবেথ হোড নিজের জীবনের একাকিত্ব কাটাতে নিজের পোষ্যকে বিয়ে করে নিলেন শেষ পর্যন্ত। তবে লুকিয়ে চুরিয়ে নয়, একেবারে প্রকাশ্যে, লাইভ টিভি শো-এ এসে বিয়ে করেছেন এলিজাবেথ হোড। তিনি ওই টিভি চ্যানেলে জানিয়েছে, জীবনে প্রেমের ক্ষেত্রে তিনি ধারাবাহিক ব্যর্থতার সম্মুখীন হয়েছেন। ৪ বার বিয়ে ভেঙেছে তার আর ২২১ বার প্রেম ব্যর্থ হয়েছে। তারমধ্য ৪ ছেলেমেয়ে বড় হয়ে একা থাকতে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আর এই সময়ে তার কাছে কেউ নেই যার সাথে তিনি সময়টা কাটাবেন। এরফলে একাকিত্ব সঙ্গী হিসেবে নিজের পোষ্যকে বেছে নিয়েছেন তিনি।
The moment we officially pronounced Elizabeth and Logan as Dog and Wife! 👰🐶🎇 pic.twitter.com/0xZwaAhj7k
— This Morning (@thismorning) July 30, 2019
সম্প্রতি ঘটনাটি ঘটেছে ব্রিটেনের বিখ্যাত টিভি শো ‘দি মর্নিং’-এর একটি পর্বে। আটের দশকের নামজাদা মডেলের এই কীর্তি দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন শো-এর দর্শকরা। এলিজাবেথের প্রিয় সঙ্গী, পোষ্যটি একটি গোল্ডেন রিট্রিভার। নাম লোগান। এলিজাবেথ জানান, এখনও পর্যন্ত একাধিকবার লোগান তাঁর জীবন বাঁচিয়েছে। প্রেমে একের পর এক ব্যর্থতায় তিনি যখন অবসাদে ডুবে গিয়েছিলেন, সে সময় লোগানই তাঁর পাশে থেকেছে। তাঁকে সঙ্গ দিয়েছে। তাই নিতিও আগলে থাকতে চান লোগানকে। বছর ছয়েকের লোগানের সঙ্গে রীতিমতো প্রথা মেনেই বিয়ে করেন এলিজাবেথ!
বিয়ের পোশাকে দু’জনকে এক সঙ্গে দেখে স্তম্ভিত শো-এর হাজার হাজার দর্শক! কেউ প্রশংসা করেছেন এলিজাবেথের ভাবনা চিন্তার, কেউ আবার সমালোচনায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।