পুজোর পরেই কলকাতায় আসবেন লিওনার্দো দি ক্যাপ্রিয়ো

নিজস্ব প্রতিনিধি : হাতে মাত্র দেড় মাস। তার পর কলকাতায় দুর্গাপুজো। এবার দুর্গাপুজোকে সামনে রেখেই বাংলার পর্যটনশিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।

শারদোৎসবকে সামনে রেখে এবার বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

১. দেশ বিদেশের বিভিন্ন বড় কোম্পানির CEO-দের এনে কলকাতার পুজো ঘুরে দেখানো হবে।

দেশ-বিদেশের থেকে আনা হবে জনপ্রিয় সাংবাদিক, লেখক, চিত্র সাংবাদিকদের।

সূত্রের খবর, এবার পুজোয় আসছেন ফ্রান্সের ডিরেক্টর অব ট্যুরিজম স্যাত্রোপেয়ার ও তাঁর দল। পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যের দাবি, তিনি এলে তাঁর ক্লায়েন্টরাও আসবেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য টাইটানিক-এর নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিওর, ব্রুনেই-এর সুলতান কিংবা চেলসি ফুটবল ক্লাবের মালিক।

Indian association of tour operator ১৭বছর পর এবছর কলকাতায় তাদের কনভেনশন করবে ১২-১৪ সেপ্টেম্বর। এবার তাদের থিম দুর্গাপুজো। সেখানে প্রায় ১৫০০ ট্যুর অপারেটর আসবে।

রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্যের দাবি, তিনি এলে তাঁর ক্লায়েন্টরাও আসবেন। ১০টি ইন্টারন্যাশনাল ট্যুর অপারেটর বড় গ্ৰুপ এই বছর পুজোয় নিয়ে আসা হচ্ছে। গত বছর পুজোয় অন্য বছরের তুলনায় ৮ শতাংশ বিদেশি পর্যটক কলকাতার হোটেল বুক করেছিলেন। এবার আরও বাড়বে বলে আশা করছেন রাজ্যের পর্যটন সচিব। ১৭বছর পর ইন্ডিয়ান আসোসিয়েশন ফর ট্যুর অপারেটর ,এবছর কলকাতায়  কনভেনশন করবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। এবার দুর্গাপুজোকে সামনে রেখেই বাংলার পর্যটনশিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে একগুচ্ছ পদক্ষেপ করতে চাইছে রাজ্য সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন