বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান, নামানো হল নিতিন গডকড়ি-সহ সব যাত্রীকে

নিজস্ব প্রতিনিধি : পাইলটের সতর্কতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান। অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মঙ্গলবার শেষ পর্যন্ত নাগপুর থেকে আর আকাশে ওড়েনি দিল্লিগামী বিমানটি।

আজ, মঙ্গলবার সকালে নাগপুর থেকে দিল্লির দিকে রওনা দেওয়ার কথা ছিল ইন্ডিগোর ৬ই ৬৩৬ বিমানটির। বিমানটিতে ১৪৩ জন যাত্রীর মধ্যে ছিলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী। টেক-অফের ঠিক আগেই যান্ত্রিক ত্রুটি নজরে আসে চালকের। তড়িঘড়ি খবর দেন কন্ট্রোল রুমে। উড়ান বাতিল করে বিমানটিকে রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।  ট্যাক্সিওয়েতে নিয়ে যাওয়ার পর বিমানটি থেকে সব যাত্রীকেই নামিয়ে আনা হয়।

ইন্ডিগো এক আধিকারিক জানিয়েছেন,  কেন্দ্রীয় মন্ত্রী-সহ বাকি যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। নাগপুরের বিমানবন্দরে পরবর্তী উড়ানের জন্য অপেক্ষা করছেন তাঁরা। নাগপুরেই পরের বিমানের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা।

নাগপুর বিমানবন্দরের শীর্ষ আধিকারিক বলেছেন, “আমরা দুঃখিত। এটা পুরোপুরি যান্ত্রিক গোলযোগের কারণে হয়েছে। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।”

গত ৪ অগস্টও একই ঘটনা ঘটেছিল লখনউগামী ইন্ডিগোর একটি উড়ানে। সেই বিমানেও ছিলেন ১৪৩ জন যাত্রী। কিন্তু ওড়ার ঘণ্টাখানেক আগেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বিমানটিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন