আমার সকাল : অবশেষে বাড়ি থেকে পি চিদম্বরমকে আটক করল সিবিআই

নিজস্ব প্রতিনিধি : অবশেষে পি চিদম্বরমকে গ্রেফতার করল সিবিআই। বিভিন্নভাবে গ্রেফতারি এড়ানোর চেষ্টা করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। কিন্তু শেষ রক্ষা হল না। জোড় বাগে তাঁর বাড়ি থেকে চিদম্বরমকে গ্রেফতার করলেন সিবিআই আধিকারিকরা।

গত কয়েক দিন ধরে চলা সেই নাটক বুধবার সন্ধেয় যেন চরমে পৌঁছয়। মঙ্গলবার থেকে টানা ২৭ ঘণ্টা নিখোঁজ থাকার পরে আচমকাই কংগ্রেসের দলীয় কার্যালয়ে আত্মপ্রকাশ করেন চিদম্বরম। কয়েক মিনিটের সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, তিনি কোনও অপরাধ করেননি।

এ দিন রাতে চিদম্বরম প্রকাশ্যে আসার পরে তাঁর বাড়িতে পৌঁছে যান সিবিআই ও ইডি অফিসাররা। দরজা না খোলায় দেওয়াল টপকে বাড়িতে ঢোকেন তাঁরা। দরজা খোলেননি কেউ। তাই দেওয়াল টপকেই দিল্লিতে পি চিদম্বরমের বাড়িতে ঢুকলেন সিবিআই অফিসাররা। শেষ পর্যন্ত রাত পৌনে দশটা নাগাদ তাঁকে হেফাজতে করা হয়।

আমার সকাল : পাঁচিল টপকে বাড়ির ভিতরে সিবিআই অফিসাররা, আজই কি গ্রেফতার হবেন চিদম্বরম!

চিদম্বরমকে গ্রেফতার করে ওই গাড়িতেই তোলা হয়। অন্য দিকে, সিবিআইয়ের ডিরেক্টর এবং অন্য সিনিয়র আধিকারিকেরা ইতিমধ্যেই সিবিআই হেডকোয়ার্টারে পৌঁছে গিয়েছেন বলে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন