আমার সকাল: দেশের সম্মান সবার আগে, পাক সর্মথকের হাত থেকে ভারতের জাতীয় পতাকা ছিনিয়ে খ্যাতির শীর্ষে পুনম

নিজস্ব সংবাদদাতা: দেশের সম্মান সবার আগে। আর জাতীয় পতাকার অপমান কোন দিনও সহ্য করা যায় না। সে দেশের মাটি হোক বা বিদেশের মাটি। স্বাধীনতা দিবসের দিনে লন্ডনে ভারতীয় দূতাবাসের বাইরে অনুষ্ঠানে মেতেছিলেন অনাবাসী ভারতীয়রা৷ যোগ দিয়েছিলেন স্থানীয় বহু মানুষ। সেই সময়েই খলিস্তানি ও পাকিস্তানের অধিবাসী ও সমর্থকেরা ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করছিলেন৷ তা দেখে চুপ করে থাকতে পারেন নি মহিলা সাংবাদিক পুনম জোশি।

আরো পড়ুন:    ভারতীয় হিসাবে গর্ব হয় না, বিশ্বের কাছে দেশ মর্যাদা হারিয়েছে! কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ অর্মত্য সেন

জাতীয় পতাকার সম্মান রক্ষার জন্য ভাইরাল তাঁর সেই লড়াই। লন্ডনের রাস্তায় ত্রিবর্ণ পাতাকার অবমাননা করছিলেন পাকিস্তান ও খলিস্তানের সমর্থকেরা ৷ সেই সময়ে ভিড়ের মধ্যেই ছিলেন মহিলা সাংবাদিক পুনম। প্রতিবাদ করেছিলেন ভারতের জাতীয় পতাকার অবমাননা দেখে। মুহূর্তেই অবমাননাকারীদের হাত থেকে ভারতের জাতীয় পতাকা ছিনিয়েও নিয়েছিলেন ৷

 

এর পরে মহিলা সাংবাদিকের এই পদক্ষেপে ঘরে বাইরে জয়জয়কার হয়েছে৷ নেটিজেনরা সম্মান জানাচ্ছেন পুনমকে। পুনম জোশিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঢল নেমেছে। তাঁর বিদেশের মাটিতে দেশের পতাকার সম্মান রক্ষার লড়াই দেখে দেশ-বিদেশে তাঁর প্রংশসা ছড়িয়ে পড়েছে সর্বত্র।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন