কাশ্মীর সামলাতে পাক সেনাপ্রধানের চাকরির মেয়াদ আরও তিন বছর বাড়ালেন ইমরান

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীর প্রশ্নে ভারত-পাক দ্বিপাক্ষিক উত্তেজনা যখন ক্রমশই বাড়ছে, তখন পাক সেনাপ্রধান জেনারেল (নিশান-ই-ইমতিয়াজ) কামার জাভেদ বাজওয়ার চাকরির মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে দিলেন ইমরান খান

সোমবার পাক প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে একটি বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়। সেই সঙ্গে ওই একই বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাশ্মীরে ৩৭০ ধারা লোপ হওয়ার পর থেকেই উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। সব দেশের দরজায় দরজায় গিয়ে কাশ্মীর পরিস্থিতি নিয়ে সরব হচ্ছে পাকিস্তান।

কিন্তু তাতে খুব একটা টলানো যাচ্ছে না নয়াদিল্লিকে। সীমান্তে পাক সেনা গোলার্ষণ চালিয়ে যাচ্ছে। জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও থামেনি। এই পরিস্থিতিতে তাই বাজওয়াকে অব্যাহতি দিলেন না ইমরান খান। রবিবার ইমরান খান ট্যুইটে ভারতের সম্ভাব্য পরমাণু যুদ্ধের কথা তুলেছেন। এমনকি এই নিয়ে গোটা বিশ্বকে সতর্ক হতে বলেছেন ইমরান।

আরো পড়ুন:    কাশ্মীর এখন কেমন আছে? অজিত দোভালকে ডেকে জরুরী বৈঠক সেরে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

তিনি লিখেছেন, ‘‘ভারতের পরমাণু অস্ত্রভাঁড়ার থেকে অন্য দেশগুলি কতটা নিরাপদ, এ বার গুরুত্ব দিয়ে তা ভাবা উচিত গোটা বিশ্বের। কারণ, এটা এমন একটা বিষয়, যার প্রভাব শুধুই এই অঞ্চলেই নয়, পড়বে গোটা বিশ্বে।’’ কূটনীতিকরা বলছেন, একে তো কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়ায় অবতীর্ণ হয়েছেন ইমরান।

মূলত ঘরোয়া রাজনীতির কারণেই তা করতে হচ্ছে তাঁকে। দ্বিতীয়ত, পাক-আফগান সীমান্তের নিরাপত্তা নিয়েও কম উদ্বেগ নেই। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ও সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকা ও আফগান-তালিবানদের মধ্যে এখন আলোচনা চলছে। ওই আলোচনায় পাকিস্তান বড় শরিক। সেক্ষেত্রেও জেনারেল বাজওয়ার ভূমিকা রয়েছে বলে জানাচ্ছেন কূটনীতিকরা।

তবে এর পাশাপাশি অনেকেই মনে করছেন, দিল্লির সাথে ইসলামাবাদের সম্পর্ক এখন যথেষ্ট তলানিতে এসে ঠেকেছে এই পরিস্থিতিতে তাই পাক সেনাপ্রধানকে সরানোর ঝুঁকি নিতে পারলেন না ইমরান খান।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন