নিজস্ব প্রতিনিধি— মিঠুনের পর সারদা থেকে নেওয়া টাকা ফেরত দিতে উদ্যোগী হলেন বীরভূম সাসংদ শতাব্দী রায়। এই মর্মে ইডির অফিসারদের একটি চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে তিনি জানিয়েছেন, সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তিনি। এই মর্মে তাঁর সঙ্গে একটি চুক্তি হয়। টিডিএস বাদ দিয়ে তিনি পেয়েছিলেন ২৯ লক্ষ টাকা। অধিবেশনের পর ইডির অফিসে গিয়ে সেই পুরো অর্থটাই তিনি ফেরত দিয়ে আসবেন। যাতে ওই টাকা আমানতকারীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়।
আমডাঙার বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের কাটমানি ফেরত সহ একাধিক ইস্যু নিয়ে বিক্ষোভ দেখায় ও নীলগঞ্জ সন্তোষপুর রোড অবরোধ করে বিজেপিhttps://m.facebook.com/story.php?story_fbid=2400321070010984&id=1563346653708434
উল্লেখ্য, সারদাকাণ্ডের তদন্তের স্বার্থে বীরভূমের দুবারের সাংসদ শতাব্দী রায়কে জিজ্ঞাবাদের জন্য দুবার তলব করেন তদন্তকারীরা। তদন্তকারীরা জানতে পারেন, সারদার একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী। ওই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয় বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কী কারণে আর্থিক লেনদেন হয়েছে তা জানতেই তলব করা হয় বলে সূত্রে খবর।