নিজস্ব প্রতিনিধি : সমাজের এ কেমন অবস্থা! জাত, ধর্ম ছাড়া কি এখন আর কিছুই নেই। কিন্তু এ কেমন সময় যেখানে খাবার দেওয়ার ডেলিভারি বয়কেও তার ধর্ম দিয়ে বিচার করা হচ্ছে? এমনই এক ঘটনা ঘটালো জব্বলপুরের অমিত শুক্ল। শুধু মাত্র একজন ডেলিভারি বয় মুসলিম হওয়ায় তার আনা খাবার ক্যানসেল করে দেওয়া হল। টুইটারে তা লিখলেনও আবার ফলাও করল সে।

মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা পণ্ডিত অমিত শুক্লা মঙ্গলবার রাতে জ়োম্যাটো ফুড অ্যাপে নিজের অভিযোগ জানিয়ে, সোশ্যাল মিডিয়াতে তার স্ক্রিনশট দিয়ে সকলের সামনে এনেছেন। তিনি ট্যুইটে লিখছেন, ‘জোমাটোয় দেওয়া খাবারের অর্ডার বাতিল করে দিলাম। ওরা একজন অ-হিন্দু রাইডারকে পাঠাচ্ছিল। শুধু তাই নয়, ওরা রাইডার বদল করবে না বলে জানিয়েছিল। পাশাপাশি তাঁর বিল হয়েছিল ২৩৭ টাকা। তিনি বলেন, রিফাণ্ডের দরকার নেই, অর্ডার ক্যানসেল করে দিতে। এমনকি এ নিয়ে তিনি তাঁর উকিলের সাথে কথা পর্যন্ত বলবেন বলেও জানিয়েছেন।

জোমাটোর কাস্টমার কেয়ারের সঙ্গে কথাবার্তা উল্লেখ করেছেন অমিত। কাস্টমার কেয়ার থেকে বলা হয়, ফৈয়াজ আপনার অর্ডার নিয়ে বেরিয়েছে। ওকে যেকোনও সময় ফোন করতে পারেন। অমিতের জবাব, এখানেই আমার আপত্তি। আপনারা কি রাইডার বদল করতে পারেন? জোমাটোর তরফে বলা হয়, খাবারের কোনও ধর্ম হয় না।
Food doesn’t have a religion. It is a religion. https://t.co/H8P5FlAw6y
— zomato india (@zomatoin) July 31, 2019

উল্টোদিকে জ়্যোম্যাটোর ফাউণ্ডার দীপেন্দ্র গোয়েলও দমে যাওয়ার পাত্র নন। এরপর তিনি টুইটারে লেখেন, ”ভারতের গ্রাহকদের বৈচিত্র নিয়ে আমরা গর্বিত। আমাদের মূল্যবোধে আঘাত করে এমন ব্যবসা হারাতে হলেও আমাদের কোনও দুঃখ নেই।”
We are proud of the idea of India – and the diversity of our esteemed customers and partners. We aren’t sorry to lose any business that comes in the way of our values. 🇮🇳 https://t.co/cgSIW2ow9B
— Deepinder Goyal (@deepigoyal) July 31, 2019
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। কেউ এই খাবার ডেলিভারি সংস্থার অবস্থানে বাহবা দিয়েছেন, কেউ বা আবার আরেকটু এগিয়ে বলেছেন, এই অমিত শুক্লাকে ব্লক করে দেওয়া হোক অ্যাপ থেকে, যাতে আর কখনওই তিনি খাবারের অর্ডার না দিতে পারেন এই অ্যাপে।