প্রখর বৈশাখ কে উপেক্ষা করে আজ দেব ঘাটালের মনসুকা ১ এবং ২ অঞ্চলে রোড শো করেন। প্রখর রোদ উপেক্ষা করে রাস্তার দুধারে দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান গ্রামবাসী ।

প্রথমে বালার ডাঙাতে সভা করেন দেব। তারপর কামারডাঙা ,খাসবা্ শ্রীমন্তপুর, ইড়পালা্লক্ষনপুরে রোড শো করেন তিনি।দেবকে দেখার পর মেয়েরা ফুল ছুঁড়ে শাঁখ বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানায়।তারকার হাতের স্পর্শ পাওয়ার জন্য ছুটতে থাকে জনতা।

তৃণমূল প্রার্থী দেব বলেন, উন্নয়নের দিকে ভোট দিন। ১ নম্বর বোতাম টিপে আমাকে এবং দলকে জেতান। এবার জিতলে মাস্টার প্লানের জন্য টাকা নিয়ে আসব । আজকের এই রোড শোতে ছিলেন বিধায়ক শংকর দোলই, ব্লক সভাপতি দিলীপ মাঝি, সম্পাদক বিকাশ কর, ও কিঙ্কর পন্ডিত।
