নিজস্ব প্রতিনিধি : বৈশাখের শেষে তাল উৎসবে মাতলেন জঙ্গলমহলের মানুষ।গ্রামে বসে সারসারি তালের দোকান।শুধু জেলা নয় অন্য জেলার মানুষ মেতে উঠেন উৎসবে। শাঁসযুক্ত রসালো তাল তা যে কি উপাদেয় হয় তা সকলেরই জানা। দুদিন ধরে তাল পরব ঘিরে গ্রামে যেন মেলা বলে।কত বছর ধরে যে এই উৎসব চলছে তা বলা যায় না।তবে এই উৎসবে সামিল হয়ে অনাবিল আনন্দে মতে ওঠেন গ্রামের মানুষ জন।বৈশাখ মাসের শেষে প্রতিবছর এই সময় শিবের পুজা ঘিরে চলে তাল উৎসব।গোপীবল্লভপুর এক ব্লকের সারিয়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত শ্যামসুন্দরপুরে মঙ্গলবার এবং বুধবার দু দিন ধরে চলে তালের উৎসব।আর একে ঘিরে মেলার মতোই বসে আরো অন্যান্য দোকান।স্থানীয় মানুষ জন জানান গত পনেরো দিন ধরে গ্রামের শিব মন্দিরে শিবের মাথায় চলে জল ঢালা। প্রায় তেরো থেকে চোদ্দ জন ভক্তা গত প্রায় পনেরো দিন নিরিমিশ খেয়ে নদী থেকে জল এনে শিবের মাথায় ঢালে।আর এই জল আনাকে কেন্দ্র করে প্রচুর মানুষ আসেন তা দেখতে। প্রতিবছর বৈশাখ মাসের শেষে এই পরব চলে। ভক্তরা যথন নদী থেকে জল আনতে যান তখন এক ব্যাপক উৎসবের চেহারা নেয় গ্রামে।ব্যাপক উৎসাহ উদ্দিপনায় চলে জল আনা। বৈশাখ মাসের শেষ দু দিন ধরে চলা তাল কেন্দ্রিক উৎসবে মাতোয়ারা হন সকলে।তাল উৎসবকে কেন্দ্র করে কার্যত মানুষের মধ্যে এক মিলন মেলা তৈরি হয়।দুকুন্ডি,সুমিত্রাপুর,আমলাশোল,আশুই সহ আশে পাশের অসংখ্য মানুষ জমায়েত হন এই শ্যামসুন্দরপুর গ্রামে।দূরদূরান্তের সবাই আসেন তাল কিনতে।তালের দোকান গুলিতে মানুষের ভীড় সামল দেওয়া মুসকিল হয়ে যায়।তাল কেনা,খাওয়া থেকে শুরু উৎসবে মেতে উঠেন সকলে।