নিজস্ব প্রতিনিধি— শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘ফণি’। এই মুহূর্তে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম থেকে ২৩০ কিমি দূরে। পুরী থেকে ৪৫০ কিমি দূরে। দিঘা থেকে ৬৫০ কিলোমিটর দূরে এবং কলকাতা থেকে ৯৪০ কিলোমিটার দূরে। এদিকে ‘আয়লার’ পর ‘ফণি’— এত বড় ঝড় আছড়ে পড়তে চলেছে বাংলায়।তাই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে অনেক আগেই চূড়ান্ত সকর্তকা জারি করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে— অহেতুক আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে আগে থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলে অনেকটাই বিপদমুক্ত হওয়া যেতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সমুদ্রের ধারে বেড়াতে যেতে নিষেধ করেছে। একই সঙ্গে যাঁরা মাছ ধরতে যান তাঁদের যাওয়া একদম বন্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে ৩ এবং ৪ তারিখ সমস্ত ফেরি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়ো হাওড়া বইতে পারে। আগামীকাল তার বেগ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, ৪ তারিখ কলকাতায় পৌঁছবে ঘূর্ণিঝড় ফণি। তখন তার গতিবেগ থাকবে ৬০-৮০ কিমি। ৩-৪ মে অতি বৃষ্টিরও সম্ভাবনাও রযেছে। এর ফলে শহরের রাস্তায় গাছ উপড়ে পড়তে পারে। পাশাপাশি কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলগুলিতে কাঁচা বাড়ি পড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
অপরদিকে হাওয়া অফিসের ঘোষণামত আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে রয়েছে।