টিফিন বাক্স থেকে তার বেরিয়ে থাকতে দেখে বোমাতঙ্ক ,তৃণমূল বিজেপি তরজা অব্যাহত।

নিজস্ব প্রতিনিধি :  টিফিন বাক্স থেকে তার বেরিয়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়ালো সাঁকরাইলে। এই ঘটনায় ব্যপক আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজনেরা ।আর এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। নির্বাচনের আগে এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বিজেপি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে তৃণমূলের অভিযোগ ।অন্যদিকে বিজেপির নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে।তাদের বক্তব্য এটি সাজানো ঘটনা ।তৃণমূলের কারসাজি বিজেপিকে বদনাম করতেই এইসব করা হয়েছে ।মঙ্গলবার এই ঘটনা ঘটেছে সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের তৃণমূলের কাঠুয়াপাল বুথ কার্যালয়ের কাছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সুবর্ণরেখা নদীর ধারে অবস্থিত তৃণমূলের বুথ কার্যালয়ের বাইরে একটি টিফিন বক্স দেখা যায়।এই বাক্সটি থেকে তার বাইরে বেরিয়ে ছিল।সকাল বেলা স্থানীয় মানুষজনের তা চোখে পড়ে ।বিষয়টি জানা জানি হয়।স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে উপস্থিত হন।তারা স্থানীয় পুলিশকে খবর দেয় ।পুলিশ ঘটনাস্থলে এসে টিফিন বক্সটি উদ্ধার করে ।কিন্তু দেখা যায় ওই বক্সে ইট ভরা ছিল ।পুলিশ সূত্রে জানা গিয়েছে কেউ বা কারা আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করেছে।উল্লেখ্য রগড়া গ্রামপঞ্চায়েতটির দশটি আসনের মধ্যে পাঁচটি আসন পেয়েছে বিজেপি এবং পাঁচটি আসন পেয়েছে তৃণমূল ।প্রধান বিজেপির ।যদিও কাঠুয়াপাল বুথটি তৃণমূল জিতেছে।এটা তাদের শক্ত ঘাঁটি।এদিনের এই ঘটনার পর অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে।তৃণমূলের রগড়া অঞ্চলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন “নির্বাচনের আগে বিজেপি এলাকার মানুষের মধ্যে ভয়, আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে।তাই এদিন এইভাবে তারযুক্ত টিফিন বক্স রেখে আতঙ্ক ছড়াতে চাইছে।যদিও এই সব করে ওরা কিছু করতে পারবে না।”অন্য দিকে সাঁকরাইল ব্লক বিজেপির মন্ডল সভাপতি দীপক ভুঁইয়া বলেন “এটা সম্পূর্ণ সাজানো ঘটনা ।তৃণমূল পরিকল্পিতভাবে এই সব করছে বিজেপিকে বদনাম করার উদ্দেশ্যে।নির্বাচনের আগে বিজেপির ছেলেদের মিথ্যা মামলায় যাতে ফাঁসানো যায় তাই এই সব সাজানো হচ্ছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন