সম্প্রতি ঘটে যাওয়া শ্রীলঙ্কা হামলার তদন্তে নেমে জঙ্গি গোষ্ঠীর সম্পত্তির পরিমান দেখে চক্ষু চড়ক গাছ শ্রীলঙ্কা পুলিশের ।জঙ্গি সংগঠনের বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ৭০০ কোটি টাকার বেশি৷ আক্ষরিক অর্থেই তারা ধনকুবের৷শ্রীলঙ্কার সিআইডি জানিয়েছে, এর মধ্যে ১৪ কোটি টাকা নগদ।গির্জায় প্রার্থনারত নিরীহ মানুষ খুন করার জন্য খরচ হল কোটি কোটি টাকা ।হামলাকারী জঙ্গি গোষ্ঠী টি হল আইসিসি র শাখা সংগঠন ন্যাশনাল দৌহিদ জামাত সংক্ষেপে NTJ. । উদ্ধার হওয়া নগদ টাকার মধ্যে অর্ধেক সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে৷ বাকিগুলি দেশের বিভিন্ন ব্যাঙ্কে জমা রয়েছে৷ সেই অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করা হচ্ছে বলে জানিয়েছেন সিআইডি-র মুখপাত্র রুয়ান গুণশেখর৷
শ্রীলঙ্কা হামলায় ২৫০ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে ১১ জন ভারতীয়৷ ঘটনায় এখনও পর্যন্ত জঙ্গি সংগঠনের ৭৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে৷ এর মধ্যে ৫৪ জনই মহিলা৷ জঙ্গিরা ৩টি ক্যাথলিক চার্চ ও ৩টি বিলাসবহুল হোটেল টার্গেট করেছিল৷ আইসিস-এর শাখা সংগঠন হামলার দায় স্বীকার করেছে৷