গুজরাটের মহিসাগর এলাকায় ক্ষেতে কাজ করছিলেন প্রভাত গালা বারিয়া নামে ৭০ বছরের এক বৃদ্ধ । সেই সময় একটি সাপ তাকে কামড়ায় । এরপর বৃদ্ধ নিজেও সাপ টিকে কামড়াতে থাকে, । এই গোটা ঘটনার সাক্ষী ছিলেন তাঁর বৌমা। তাঁর সঙ্গে পরিবারের আরও কয়েকজন ছিলেন সেই সময়। একসময় বৃদ্ধ সাপের বিষে নেতিয়ে পড়ে। তাকে নিয়ে এবং ক্ষত বিক্ষত উপস্থিত সবাই ছুটে যায় হাসপাতালে ।কিন্তু দুঃখের বিষয় সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসা পান না।তাকে প্রথমে সরকারি তারপর বেসরকারি হাসপাতাল হয়ে তিন জায়গায় ঘুরে যখন চিকিৎসা শুরু হয় ততক্ষনে বিষের প্রভাবে তার মৃত্যু হয়েছে।গ্রাম দেশে এখনো কুসংস্কার আছে, কাউকে সাপ কামড়ালে ঘুরে সে যদি সাপ টি কে কামড়ায় সাপ এর বিষ সাপ টির কাছেই ফিরে যায়, এই বিশ্বাস এর কারণেই সম্ভবত বৃদ্ধের মৃত্যু হল ।
২০১২ সালে নেপালে এমনই একটা ঘটনা ঘটেছিল ।ধানক্ষেতে কাজ করার সময় একজনকে সাপ কামড়েছিল , সেও সাপটি কে না মরা পর্যন্ত কামড়াতে থাকে ।